বান্দরবানে ইউপিডিএফ(গনতান্ত্রিক) ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপপলস ডেমোক্রেটিক পার্টি(গনতান্ত্রিক) এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে বালাঘাটা পার্টি কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভা করা হয়।
সভায় ইউপিডিএফ (গনতান্ত্রিক) জেলা সভাপতি মং পু মারমা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য অপ্রু মং মারমা।
সভায় বক্তারা বলেন, মানুষ মারা, চাঁদাবাজি করা,সন্ত্রাস সৃষ্টি করে পাহাড়ের এই জনপদে কখনই শান্তি আসবে না। পাহাড়ি জনগনের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ ভাবে গনতান্ত্রিক পন্থায় সরকারের নিকট হতে পার্বত্য অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় সকল প্রতিশ্রুতি আদায় করা সম্ভব। পার্বত্য চট্টগ্রামে নানা দল উপ দলের ক্রোন্দল,অবৈধ অস্ত্র নিয়ে চাঁদাবাজি সহ বিভিন্ন কারনে আজকে পাহাড়ের শান্ত পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে। পার্বত্য শান্তি চুক্তির পূর্ণতা লাভ করছে না শুধু এই কারনে।
বক্তারা আরো বলেন, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন না হওয়ার পেছনে শন্তু লারমার জেএসএস,চুক্তি সম্পাদন হওয়ার বছর খানেকের মধ্যে জুম্ম জনসাধারণের সাথে বিশ্বাস ঘাতকতা করে শান্তিচুক্তি বাস্তবায়নের পথকে সুগম না করে বিভিন্ন দল-উপদল গঠনে মদদ দিয়ে আসছেন। সকল অরাজনৈতিক সন্ত্রাসী কর্মকাণ্ড কে প্রতিহত করে জনসাধারণের গনতান্ত্রিক অধিকার ও সার্থ রক্ষায় ইউপিডিএফ (গনতান্ত্রিক) এর আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে ইউপিডিএফ গণতান্ত্রিক সদস্য ওয়াই মং মারমা সঞ্চালনায় ইউপিডিএফ গণতান্ত্রিক জেলা কমিটি সাধারন সম্পাদক উবামং মারমা, সাংগঠনিক সম্পাদক রাম তং সাং বম, বীর কুমার তঞ্চগ্যাসহ সর্বসাধারণ ও সংগঠনেরদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৫ নভেম্বর সংগঠনটি পার্বত্য অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠীর গনতান্ত্রিক অধিকার আদায়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করে। আজ সেই সংগঠনের ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।