[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

আর্থ-সামাজিক উন্নয়নে ইউনিসেফের ভূমিকা প্রশংসনীয়

জাতিসংঘ প্রতিনিধি দলের সাথে সাক্ষাতে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল

৮৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এর সাথে এক সৌজন্যে সাক্ষাতে মিলিত হন জাতিসংঘ প্রতিনিধিদল একটি। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় জাতিসংঘ প্রতিনিধিদলটি পৌঁছলে এসময় চেয়ারম্যান, ভাইসসহ পদস্থ কর্মকর্তাবৃন্দ তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হন। এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), বোর্ডের সদস্য প্রশাসন ও টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প পরিচালক ইফতেখার আহমেদ (যুগ্ম সচিব), সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন (উপসচিব)সহ বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে জাতিসংঘ আবাসিক কো-অর্ডিনেটর গিউইন লেউস, ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি, ইউএনএফপিএ কান্ট্রি রিপ্রেন্টেটিভ, এফএও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ইউনিসেফ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ইউরোপিয়ন ইউনিয়ন প্রতিনিধি দলের প্রধান, ইউকে হাই কমিশনার, নরওয়ে রাষ্ট্রদূত এবং ইউনিসেফ ও ইউএনডিপি’র আঞ্চলিক প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরিচিত পর্ব শেষে বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব) এর সঞ্চালনায় বোর্ডের উপ পরিচালক মংছেনলাইন রাখাইন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। উন্মুক্ত আলোচনা পর্বে বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব) প্রতিনিধি দলের বিভিন্ন প্রশ্নের যথাযথ উত্তর দেন। এসময় প্রতিনিধি দল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য ভূয়সী প্রশংসা করেন এবং সুন্দর আয়োজনের জন্য বোর্ড প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা স্বাগত বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মকান্ড, জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশগত বিরূপ প্রভাবগুলোর সাথে সামাঞ্জস্য রেখে দুর্যোগ মোকাবেলায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে তিনি বিস্তারিত উপস্থাপন করেন।

চেয়ারম্যান আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি পর্যটন সম্ভাবনাময় অঞ্চল। বিশেষ করে রাঙ্গামাটির কাপ্তাই লেককে কেন্দ্র করে যদি পর্যটন উন্নয়ন করা যায় তাহলে লেক নির্ভর এখানে বিভিন্ন পেশাজীবি মানুষ উপকৃত হবে এবং আর্থিকভাবে লাভবান হবে। এছাড়া পার্বত্য চট্টগ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে ইউনিসেফের ভূমিকার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আওতায় পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান শীর্ষক প্রকল্পটি ইউনিসেফের সহায়তায় চলমান রয়েছে, যা আগামী ৩০জুন, ২০২৩ সালে সমাপ্ত হতে যাচ্ছে। প্রকল্পটি সমাপ্ত হওয়ার পর যাতে অব্যাহত থাকে সেজন্য ইউনিসেফ এর নিকট তিনি আন্তরিকভাবে সহযোগিতা কামনা করেন।