[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যুকাপ্তাইস্থ ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় পরিবারকে হাঁস বিতরণবিএনপি সন্ত্রাসের রাজনীতি করে না, বাঘাইছড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারাখাগড়াছড়ির দীঘিনালায় পরীক্ষার্থীর মাঝে পানি, ওরস্যালাইন বিতরণ করলো ছাত্রদল
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়িতে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু বৃত্তি প্রদান

৯০

॥ নিজস্ব প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত বক্তারা খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের দায়িত্বকালে জেলার শিক্ষা-ক্রীড়া-সংস্কৃতি ও পর্যটন খাতে অভূতপূর্ব অবদানের কথা উল্লেখ করে তাঁর (ডিসি) ভূয়সী প্রশংসা করেন।

সোমবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন আরা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এ সময় বক্তারা বলেন, ১৯৮৩ সালে খাগড়াছড়ি জেলা ঘোষণা হওয়ার পর থেকে অনেক ডিসি আসছেন গেছেন, কিন্তু বর্তমান জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস’র মতো অক্লান্ত পরিশ্রম কেউ করেননি। তিনি খাগড়াছড়িতে যোগদান করে দেখিয়ে দিয়েছেন, একজন ডিসির স্বদিচ্ছা থাকলে জেলাবাসীর জন্য কতো কাজ করা যায়। তাঁরই মেধা-মননে জেলার শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াঙ্গন, সামাজিক, সরকারি-বেসরকারি প্রত্যেকটি খাতে খাতে দৃশ্যমান পরিবর্তন ঘটেছে। সমাজের দরিদ্র ও প্রান্তিক মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে সরকারি সেবা নিশ্চিতে মাধ্যমে তিনি নিজেকে মানবিক দায়িত্ব পরায়ন কর্মকর্তা হিশেবে তুলে ধরতে পেরেছেন।

এ সময় মঞ্চে বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ূয়া, জেলার জ্যেষ্ঠ সাংবাদিক তরুণ কুমার ভট্টচার্য্য, খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহ আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার উত্তম খীসা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান ও বঙ্গবন্ধু বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী দুর্জয় দেবনাথ উপস্থিত ছিলেন।

সহকারি কমিশনার মঞ্জুরুল আলম’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস বলেছেন, বঙ্গবন্ধু’র নেতৃত্বে যে দেশ স্বাধীন হয়েছে। তিনি আমাদের জাতির পিতা। তাঁকে সর্বোচ্চ সম্মান করা নাগরিক দায়িত্ব।

তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকে যারা বৃত্তি পেয়েছে এবং যে সকল শিক্ষার্থীরা এখানে আছে ভবিষ্যতে এক একজন সমাজের উচ্চ পর্যায়ে চলে যাবে। তবে দেশের ইতিহাস এবং শেখরের কথা মনে রাখতে হবে।
তিনি জেলার মেধাবী প্রজন্মকে এগিয়ে নিতে বিত্তবানদের আরো বেশি এগিয়ে আসার আহ্বান জানান।

উল্ল্যেখ, জেলা প্রশাসনের উদ্যোগে দ্বিতীয় বারের মত খাগড়াছড়ি বিভিন্ন উপজেলার একাদশ থেকে দ্বাদশ শ্রেণির ১০ শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে এবং কলেজ, বিশ^বিদ্যালয়, মেডিকেল বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন বিশ^বিদ্যালয়ের মোট ৬২ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে বঙ্গবন্ধু বৃত্তি প্রদান করা হয়।