কাপ্তাইয়ে একইদিনে দু’স্থানে অগ্নিকান্ড : প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় পৃথক দুস্থানে অগ্নিকান্ডে অন্তত ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় নতুনবাজার ইয়াছিন স্টোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দোকানের সকল মালামাল ও আসবাবপত্র সম্পূর্ণ পড়ে ছাই হয়ে যায়। এসময় বাজারের ব্যবসায়ী দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ইয়াসিন ষ্টোরের মালিক ইয়াছিন জানান বৈদ্যুতিক শর্ট সার্কিটে তার দুই লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া একইদিন দুপুর দেড়টায় কাঁচামাল পারাপার কার্গোটলির নিচে পাহাড়ের ঢালুতে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে দুটি বসবাসরত টিনের ঘর সম্পূর্ণ পড়ে ছাই হয়ে যায়। বসবাসরত ঘরের মালিক রুবেল ও নাছির জানান, ঘরের কোন কিছুই বাহির করা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা বলে জানান। বর্তমানে তারা খোলা আকাশের নিচে বসবাস করছে।
কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিনিয়র কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, কার্গোর নিচে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।