[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আলীকদমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণখাগড়াছড়ির রামগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিতরাঙ্গামাটির লংগদুতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটকবান্দরবানের থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে ট্রলি উল্টে নিহত হেলপারসীমান্তে অনুপ্রবেশ করতে দেয়া হবেনা খাগড়াছড়ির দীঘিনালায় ৭বিজিবি’র সভাখাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা আস্থার সেতুবন্ধনচিকিৎসক-জনবল সংকটে ব্যাহত খাগড়াছড়ির মানিকছড়ি হাসপাতালের স্বাস্থ্যসেবাবান্দরবানের রোয়াংছড়িতে খিয়াং নারীকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি’র অভিযানে সাড়ে ১৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাজস্থলীতে আনসার ভিডিপির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

১০৬

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা আনসার ভিডিপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ নভেম্বর ) দুপুরে উপজেলা টাউন হলে রাজস্থলী উপজেলা আনসার ভিডিপির সদস্য মাসুম সদ্দার এর সঞ্চলনায় ও উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জেলা কমান্ডার মোঃ ফয়জুল বারী। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবদু সাত্তার, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, ওসি তদন্ত সামশু উদ্দিন, রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান, সাধারন সম্পাদক হারাধন কর্মকার, সহ সভাপতি আইযুব চৌধুরী, উপজেলা প্রশিক্ষক মোঃ দেলোয়ার হোসেন সহ আনসার ভিডিপির পিসি এপিসি সদস্য সদস্যা বৃন্দ উপস্থিত ছিলেন।

শুরুতেই আগত সকল অতিথিদের ক্রেষ্ট দিয়ে বরণ করে নেন উপজেলা আনসার ভিডিপি সদস্যরা। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবদু সাত্তার । এছাড়াও ইউনিয়ন দলনেতা মোঃ ইয়াকুব ও শাহিনুর বেগম তৃণমূল পর্যায়ে তাদের নানা কার্যক্রমের বিষয় অতিথিদের মাঝে তুলে ধরেন এবং সম্মানি ভাতাবৃদ্ধিসহ মাসিক এক ইউনিট রেশনের ব্যবস্থা করতে জেলা কমান্ডারের প্রতি অনুরোধ জানান।

সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ আনসার ভিডিপি একটি আধা-সামরিক বাহিনী। যার আনুমানিক সদস্য সংখ্যা প্রায় ৬১ লক্ষ। এটি পৃথিবীর সর্ববৃহৎ একক বাহিনী। যার মূল দায়িত্ব হচ্ছে দেশের অভ্যান্তরে নিরাপত্তা, আইন প্রয়োগ ও সংরক্ষণ। যার ফলে তৃণমূল পর্যায় থেকে প্রশাসনকে সহযোগিতা করে থাকে আনসার ভিডিপির সদস্যরা। বাল্য বিবাহ বন্ধ, বৃক্ষরোপনসহ টিকাদান কার্যক্রম চলাকালিন সময়ে সহযোগিতার কথাও তুলে ধরেন বক্তারা। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করেন অতিথিরা। যার ফলে সরকার তাদের কথা ভেবে তাদের সম্মানি ভাতা ৫শ টাকা থেকে বৃদ্ধি করে বর্তমানে ২ হাজার ৫শ টাকা করেছেন। অনুষ্ঠানের পরে সদস্যদের পুরস্কার বিতরণ করা হয়।