মাটিরাঙ্গায় ৬শত ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচী ২০২২-২৩ এর আওতায় (রবি মৌসুম) ৬শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, ভূট্টা ও সূর্যমূখী ফসলের বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (১৩নভেম্বর) সকালে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়।
এ সময়, উপজেলার ৬শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এর মধ্যে ৪০০জনের প্রতি কৃষককে ১কেজি সরিষা, ১০কেজি এমওপি সার, ১০কেজি ডিএপি সার, ১৫০জনের প্রতি কৃষককে ২কেজি বীজ, ১০কেজি এমওপি সার, ২০কেজি ডিএপি সার ও ৫০জনের প্রতি কৃষককে ১কেজি বীজ, ১০কেজি এমওপি সার, ১০কেজি ডিএপি সার বিতরণ করা হয়।
এসময় উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। এসময় গুইমারা উপজেলা কৃষি অফিসার ওঙ্কার বিশ্বাস, মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমিত বনিক বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।