মাটিরাঙ্গায় খেদাছড়া সীমান্ত পরিবার কল্যাণ সমিতি কর্তৃক শীতবস্ত্র বিতরণ
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
শীতের শুরুতেই খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দু:স্থ, অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সিপকস)। রবিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শীতবস্ত্র বিতরণ করেন সীমান্ত পরিবার কল্যাণ সমিতির খেদাছড়া ব্যাটালিয়ন উপ-শাখার সাধারন সম্পাদক ও ৪০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সোহেল আহমেদ‘র পত্নী তাসনিয়া সুলতানা।
শীতবস্ত্র বিতরণকালে তাসনিয়া সুলতানা বলেন, সীমান্ত পরিবার কল্যাণ সমিতি সবসময়ই দু:স্থ ও অসহায় মানুষের জন্য কাজ করে। তারই ধারাবাহিকতায় আমরা শীতবস্ত্র বিতরণ করছি। ভবিষ্যতেও সীপকস‘র এমন মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
এ সময় খেদাছড়া ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন পাড়া-মহল্লার দুই শতাধিক দু:স্থ, অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।