বেহাল দশা কাপ্তাই স্কুল হতে জাকির হোসেন স’মিল সড়কের
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
সংস্কারের অভাবে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাপ্তাই স্কুল হতে জাকির হোসেন স’মিল পর্যন্ত সড়কের বেহাল দশায় দুর্ভোগ পেহাতে হচ্ছে এলাকাবাসীকে। জানা যায়, কাপ্তাই স্কুল হতে জাকির হোসেন স’মিল ব্রিক সলিং সড়কটি দীর্ঘদিন সংস্কার করা হয়নি। সংস্কারের অভাবে সড়কটির ইট, পাথর উঠে গিয়ে গর্ত সৃষ্টি হয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন, স্কুল, কলেজ, মাদরাসা শিক্ষার্থীসহ শত শত লোকজন যাতায়াত করে। ফলে এটি সংস্কার না হওয়ায় যাতায়াতে হরহামেশা দুর্ভোগে ভুগছে এলাকাবাসী।
এলাকার নিজাম উদ্দিন, স্কুল শিক্ষার্থী সৌরভ ও আয়শা জানান, এ পথ দিয়ে আমাদের চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। জরুরিভাবে এ সড়কটি সংস্কার করা প্রয়োজন।
এ বিষয়ে ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মুজিবুর রহমান জানান, এ সড়কটি সংস্কারের বিষয়ে প্রকল্প দেয়া হয়েছে। বাজেট আসলে এটি সংস্কার করা হবে।