[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

নানিয়ারচরে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার-১

১১৫

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে একটি চোরাই মোটরসাইকেল-সহ এক চোরকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।

গ্রেফতারকৃত মোঃ মামুন(২৭), সে খাগড়াছড়ি সদর উপজেলাধীন শালবাগান এলাকার মৃত নুরুন্নবীর ছেলে।

সেনা সূত্রে জানা যায় যে, শনিবার (১২ নভেম্বর) সকাল ০৫.৩০ ঘটিকায় কুতুকছড়ি আর্মি ক্যাম্প কর্তৃক স্থাপিত নিয়মিত চেকপোস্ট অতিক্রম করার সময় সন্দেক ভাজন মোটরসাইকেল চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তার কথা বার্তা সন্দেহ হলে ব্যপক জিজ্ঞাসাবাদ করা হলে উক্ত মোটরসাইকেল চালক অপকটে স্বীকার গাড়িটি সে চুরি করেছে। পরে মোটরসাইকেল সহ তাকে আটক করে। মোটরসাইকেল নম্বর-চট্টমেট্রো ল-১৬৩৩১৪। সুত্র আরো জানায়, খাগড়াছড়ি হতে মোটরসাইকেল চালিয়ে রাঙ্গামাটির মানিকছড়ির উদ্দেশ্যে রওনা করে। যাওয়ার সময় ভোর ০৫.০০ ঘটিকায় ঘিলাছড়ি আর্মি চেকপোস্ট কর্তৃক তল্লাশি করার জন্য মোটরসাইকেল থামানোর সংকেত প্রদান করলে উক্ত ব্যক্তি মোটরসাইকেল না থামিয়ে সজোরে চেক পোস্ট অতিক্রম করে। ঘিলাছড়ি আর্মি চেকপোস্ট বিষয়টি দ্রুত কুতুকছড়ি আর্মি চেকপোষ্টে অবগত করলে কুতুকছড়ি আর্মি চেকপোস্ট কর্তৃক তাকে মোটরসাইকেলসহ আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ব্যক্তির পরিচয় ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় কুতুকছড়ি চেকপোস্ট বিষয়টি খতিয়ে দেখার পর মোটরসাইকেল চুরি করেছে বলে স্বীকার করে। পরবর্তীতে উক্ত ব্যক্তিকে মোটরসাইকেলসহ নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়। নানিয়ারচর সেনাবাহিনী জানায়, নানিয়ারচর জোন পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। নানিয়ারচর থানা সুত্র জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।