দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা প্রদান
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনী কতৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে । শনিবার (১২নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার জামতলাী এলাকার মানিকছড়ি হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের অধীনস্থ ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের সার্বিক তত্বাবধানে দীঘিনালা সেনাবাহিনী জোনের সহযোগিতায় উপজেলার বোয়ালখালী ইউনিয়ন পরিষদ এর ৮ ও ৯ নং ওয়ার্ডের ৩’শতাধিক গরীব, দুস্থ ও অসহায় বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন মাধ্যমে চিকিৎসা ও ঔষধ সামগ্রী প্রদান করা হয়।
এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এ-অঞ্চলের সাধারণ মানুষের মাঝে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও ওষুধ বিতরণকালে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লেঃ কর্ণেল এহসানুল হক ভূইয়া, দীঘিনালা জোন অধিনায়ক রুম্মন পারভেজ পিএসসি, মেডিকেল ক্যাম্পেইনের অফিসাস ইনচার্জ মেজর মোঃ তুহিন রহমান, ক্যাপ্টেন এম এম মেহেদী হাসান এএমসি প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় ভুক্তভোগীরা বাংলাদেশ সেনাবাহিনী কতৃক বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও চিকিৎসা সেবা পেয়ে কৃতজ্ঞতা স্বীকার করেন।