[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

জুরাছড়িতে প্রোগ্রেসিভ এর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

১০৯

॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥

জুরাছড়িতে দীর্ঘদিন ধরে নারীর ক্ষমতায়ন হস্তশিল্প কৃষি ভিসিএফ বিষয় সমূহ সচেতনতা নিয়ে কাজ করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ। বর্তমানে এর সুফল পাচ্ছে বলে উপকার ভোগীরা। শনিবার (১২ নভেম্বর) সকালে জেলা পরিষদ বিশ্রামাগাড়ে দিনব্যাপী গ্রামীণ বনভূমি সংরক্ষণ ও অধিকার, জলবায়ু পরিবর্তন, সংস্কৃতি ও জীবন জীবিকায়ন সচেতনতা বিষয়ে বেসরকারি এনজিও সংস্থা প্রোগ্রেসিভ এর আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়।

শুরুতে জুরাছড়ি উপজেলার ১ও ২ নং ইউনিয়নে প্রোগ্রেসিভ বাস্তবায়নকৃত প্রকল্পের কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করেন সুরো চাকমা। সুচরিতা চাকমা প্রোগ্রেসিভ নির্বাহী পরিচালক এর সভাপতিত্বে চাকমা সার্কেলচীফ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সুব্রত চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেডম্যান নেটওয়ার্ক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, ১ নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা, ২ নং বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা সহ সংশ্লিষ্ট ভিসিএফ কমিটির সভাপতি ও সদস্য বৃন্দ।

চাকমা সার্কেলচীফ প্রতিনিধি সুব্রত চাকমা বলেন, দিনদিন জলবায়ু পরিবর্তন হচ্ছে এর প্রভাব কিন্তু দেখা দিচ্ছে। এর প্রভাব থেকে বাচঁতে হলে আমাদের প্রয়োজন জীবিকার তাগিতে যে বন উজার হয়েছে ঐ জায়গায় বাঁশ এবং পানি রক্ষা করে এমন সবুজ বনায়ন সৃজন করার জন্য পরামর্শ প্রদান করেন।

এছাড়াও নারীদের ক্ষমতায়ন অধিকার সমাজের বাল্যবিবাহ সম্পর্কে আইনগত দিকগুলো তুলেধরেন হেডম্যান নেটওয়ার্ক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা।

দুই ইউপি চেয়ারম্যানগণ বলেন, পার্বত্য চট্টগ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা গুলো কাজ করার ফলে গ্রামীণ নারী এখন অনেকটা এগিয়ে গেছে এবং নিজেরা স্বাবলম্বী হচ্ছে।