মাটিরাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০নভেম্বর) বেলা সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ মেলার আয়োজন করা হয়।
বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে নানামুখী ই-সেবার সাথে পরিচিত করতে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে জনসাধারণ কিভাবে সরকারি সেবা পেতে পারে সে বিষয়ে সচেতনতা বাড়াতে এ মেলার আয়োজন করা হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তৃলা দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ‘সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে তরুন প্রজন্ম কে উদ্ভাবনী জ্ঞান কে কাজে লাগাতে হবে’ বলে মন্তব্য ব্যক্ত করেন।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহতাছি বিল্লাহ, একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক, উপজেলা প্রোগ্রামার রাজিব রায় চৌধুরি, বেলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান রহমতুল্লাহ প্রমূখ।
৪টি প্যাভিলিয়ন অনুষ্ঠিত মেলায় প্রতিটি প্যাভিলিয়ন পৃথকভাবে স্টল দেয়া হয়। ১ম প্যাভিলিয়নে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, ২য়, ৩য়, এবং ৪র্থ প্যাভিলিয়নে উপজেলার সকল বিভাগ সহ মোট ১৮ টি স্টল অংশগ্রহণ। একই দিনে বিকালে এ মেলার সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হবে।