মহালছড়িতে এম এন লারমার ৩৯তম মৃত্যু বার্ষিকী পালিত
॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার পাহাড়ি গ্রামে পার্বত্য চট্টগ্রামের তৎকালীন গেরিলা নেতা মানবেন্দ্র নারায়ন লারমা (এম এন লারমা)’র ৩৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে এম এন লারমার অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং পাহাড়ি জনগোষ্ঠির আত্মনিয়ন্ত্রনাধিকার আন্দোলনে যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁদের স্বরণে ধর্মীয় আলোচনা সভা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, পঞ্চশীল গ্রহনসহ নানাবিধ দানীয় সামগ্রী দান করা হয়। একযোগে ব্রিজপাড়া, মনাটেক, মিলনপুর, মুবাছড়ি, ধনপুদি, ক্যায়াংঘাটসহ কয়েকটি গ্রামে এ মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়। এসময় স্ব স্ব গ্রামের স্থানীয় নারী পুরুষ সবাই এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, ১৯৮৩ সালের ১০নভেম্বর দলীয় কোন্দলের কারণে একপক্ষের হাতে নিহত হন। তিনি ১৯৭৩ সালের ৭ জানুয়ারী পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জাতিসত্বার আত্মনিয়ন্ত্রনাধিকার প্রতিষ্ঠা করার জন্য শান্তিবাহিনী নামে গেরিলা সংগঠন গঠন করেন। তখন থেকেই তিনি আত্মগোপনে চলে যান।