দীঘিনালায় জনসংহতি সমিতির উদ্যোগে মানবেন্দ্র নারায়ন লারমার মৃত্যু বার্ষিকী পালন
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় জনসংহতি সমিতির উদ্যোগে জুম্ম জাতীর মুক্তির অগ্রদূত অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ন লারমার ৩৯তম মৃত্যু দিবস ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলা জেএসএস কার্যালয়ে এ শোক দিবস উদযাপন করা হয় । এসময় নেতৃবৃন্দরা মানবেন্দ্র নারায়ন লারমার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
আলোচনা সভায় দীঘিনালা থানা জেএসএস কমিটির সভাপতি মৃণাল কান্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেএসএস কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ কান্তি চাকমা।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফুল্ল কুমার চাকমা, প্রীতিময় চাকম, জেএসএস দীঘিনালা থানা কমিটির সাধারণ সম্পাদক এবং ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি আনন্দময় চাকমা, হেডম্যান যুব লক্ষন চাকমা (হেডম্যান) হেডম্যান প্রতিনিধি, গতি চাকমা সদস্য, ইউপিডিএফ (গনতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটি সমীর চাকমা, সাংগঠনিক সম্পাদক জেএসএস দিঘীনালা থানা শাখা প্রমূখ।