জুরাছড়িতে এম এন লারমার ৩৯ তম মৃত্যুবার্ষিকী স্বরণে মহতী পূণ্যানুষ্ঠান
॥ স্মৃতি বিন্দু চাকমা,জুরাছড়ি ॥
জুরাছড়িতে পার্বত্য চট্টগ্রামে জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জুরাছড়ি সুবলং শাখা বনবিহারে মহতি পূণ্যানুষ্ঠান আয়োজন করা হয়। এসময় বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দানসহ নানাবিধ দানানুষ্ঠান সম্পাদন করা হয়। এমএন লারমা সহ আন্দোলন সকল বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে সরকার যেন দ্রুত পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন করে ধর্মীয় গুরুদের কাছে প্রার্থনা করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আলপনা চাকমা জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা সহ হেডম্যান, কার্বারী জনপ্রতিনিধিবৃন্দ।
উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, মানবেন্দ্র শুধু জুম্মজাতির জন্য আন্দোলন করেননি, সকল নিপীড়িত মানুষের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আন্দোলন করেছিলেন। মানবেন্দ্র নারায়ণ লারমা ১৯৩৯ সালে এক মধ্যবিত্ত পরিবারে জম্ম গ্রহণ করেন। আন্দোলন করতে গিয়ে নিজের দলের বিভেদপন্থীদের হাতে ১৯৮৩ সালে আজকের এইদিনে শহীদ হন।