বরকলে ডিজিটাল উদ্ভাবনী মেলায় ১ম স্থানে বরকল থানা
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকলে উপজেলা প্রশাসন এর উদ্যোগে উপজেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রথম স্থান অর্জন করেছে বরকল থানা। বুধবার (৯নভেম্বর)সকালে বরকল উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত মেলায় বিভিন্ন দপ্তরের ১৭টি স্টল অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা,বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান(সংরক্ষিত)সুচরিতা চাকমা।
এসময় বরকল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী আরিফ উদ্দিন,সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা,আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা সহ,ইউনিয়ন জনপ্রতিনিধি,সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা স্টল পরিদর্শন শেষে বলেন,উপজেলা পর্যায়ে সীমিত পরিসরে ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজন করা হলেও সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। আর এ মেলার মাধ্যমে নানারকল ডিজিটাল উদ্ভাবনী জিনিস দেখার সুযোগ হয়েছে। বিশেষ করে কয়েকটি স্টলে নানারকম ডিজিটাল সেবামূলক জিনিসগুলো দেখার মতো হয়েছে। আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের যৎসামান্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে যেন এরকম অনুষ্ঠান আয়োজন করা যায় সে প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউএনও জুয়েল রানা।