নাচিয়ারচরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে রাঙ্গামাটির নানিয়ারচরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৯ নভেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়। এর আগে উপজেলা মাঠ প্রাঙ্গন থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা মাঠে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সংলগ্ন ছায়ামঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান হাওলাদার, ২নং নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, থানার অফিসার ইনচার্জ সুজন হালদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুল ওহাব হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নূয়েন খীসা, তথ্য কর্মকর্তা প্রত্যাশা চাকমা,৩ ইউপি প্যানেল চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিকবৃন্ধ সহ বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারী কর্মকর্মতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আমরা ডিজিটাল যুগে বসবাস করছি। বর্তমান সময়ে সবাই প্রযুক্তি উপর নির্ভরশীল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ প্রযুক্তি নির্ভর হয়েছে। ডিজিটাল মেলায় নিজের মেধার উপস্থাপন করা হচ্ছে। কে কত প্রযুক্তিকে কাজে লাগাতে পারছে তার মেধাকে তুলে ধরার জন্য তাই এই ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে সবাই এক সাথে কাজ করার আহবান জানান।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি বিভিন্ন দপ্তর এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।