কাপ্তাইয়ে ক্ষুদে বিজ্ঞানীদের ডিজিটাল উদ্ভাবনী মেলা
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকাল ১০টায় এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ” উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ “। তথ্য সেবা কর্মকর্তা তাহামিনা সুলতানার সঞ্চালনায় সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার মারজান হোসাইন(ভূমি),উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান উমেচিং মারমা,কর্ণফুলী সরকারি কলেজ অধ্যক্ষ এ এইচ,এম বেলাল চৌধুরী ও কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক আকতার হোসেন(তদন্ত)।উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠানের ১৭ টি স্টল নতুন নতুন প্রযুক্তি উপস্থাপন করা হয়।
স্টলে অংশনেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের নিজের তৈরী উদ্ভাবনী মেলা অতিথিদের মুগ্ধ করে। পরে উদ্ভাবনী মেলায় ক্ষুদে ডিজিটাল বিজ্ঞানীদের পুরস্কার প্রদান করা হয়।