[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

আলীকদমে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

৮৫

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

আলীকদমে ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি দপ্তর, এনজিও ও মাধ্যমিক বিদ্যালয়গুলো কনটেন্ট ভিত্তিক প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করবে। ডিজিটাল বাংলাদেশের ধারণা এবং ’৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার অন্যতম লক্ষ্য হলো জনগণকে ডিজিটাল পরিসেবার আওতায় আনা। এ লক্ষ্যে উপজেলার সরকারি ৩০টি দপ্তর কি কি ডিজিটাল সেবা দিচ্ছে তা মেলার মাধ্যমে জনগণকে অবহিত করা হবে। বুধবার (৯ নভেম্বর) সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরূমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহরুবা ইসলাম।

প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন নবাগত এসি ল্যান্ড আরিফ উল্লাহ নিজামী, সহকারি প্রোগ্রামার মৃন্ময় দাশ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইউএনও মেহরুবা ইসলাম প্রেস ব্রিফিং-এ বলেন, সরকার জি টু জি এবং জি টু পি (গভর্মেন্ট টু গভর্মেন্ট এবং গভর্মেন্ট টু পিপলস্) পর্যায়ে ডিজিটাল সেবা দিচ্ছে। জনগণ পর্যায়ে মোবাইল ব্যাংকিং এবং সরকারি দপ্তরের সেবাগুলো আইবাস সিস্টেমে দেওয়া হচ্ছে। এই সেবাগুলোর সুফল জনগণের মাঝে পৌঁছে দিতে ডিজিটাল মেলার আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল পরিসেবা কি তা জানানোর অন্যতম একটি মাধ্যম হতে পারে ডিজিটাল উদ্ভাবনী মেলা। ১০ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে আলীকদম উপজেলায় অনুষ্ঠিতব্য ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি দপ্তরসমুহ, এনজিও এবং ইসলামী ব্যাংক তাদের ডিজিটাল পরিসেবাগুলো তুলে ধরবে।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, সরকারের অভিপ্রায় হচ্ছে ’৪১ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার। সে লক্ষ্যে ইতোমধ্যে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ তামাকমুক্ত আলীকদম গড়ার কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। পাশাপাশি সরকারের ভর্তুকী দেওয়া সারগুলি কৃষকরা ন্যায্যমূল্যে এবং ন্যায়সংগতভাবে পাচ্ছে না কিনা তা জানাতে ১০ নভেম্বর কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আলীকদমে। এতে প্রধান অতিথি থাকছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাললের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এবং সভাপতিত্ব করবেন বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

ইউএনও মেহরুবা ইসলাম বলেন,২০২৩ সালে একটি দুর্ভিক্ষের পদধ্বনী শোনা যাচ্ছে। এতে কৃষকদের মনোবল যাতে ভেঙ্গে না পড়ে সে লক্ষ্যে কাজ করছে সরকার। অনুষ্ঠিতব্য কৃষি সমাবেশের মাধ্যমে স্থানীয় কৃষকদের মনোবলকে উদ্দীপ্ত করা হবে। কৃষকরা সরকারি দপ্তরগুলো থেকে বিশেষ করে কৃষকদের জন্য কৃষি অফিস কি কি সেবা দেয় তা অবিহিত করা হবে।

অনুষ্ঠিতব্য উপজেলা ডিজিটাল উদ্ভাবনী মেলা ও কৃষি মেলায় স্থানীয় সাংবাদিকদেরকে মিডিয়া পার্টনার হিসেবে কাজ করার অনুরোধ করেন ইউএনও।

এক প্রশ্নের উত্তরে ইউএনও মেহরুবা ইসলাম জানান, সরকারের মোবাইল কোম্পানী টেলিটকের ইন্টারনেট পরিসেবা আলীকদম উপজেলায় আরো বৃদ্ধি করার জন্য তিনি উপজেলা প্রশাসন থেকে উদ্যোগ নিবেন। এছাড়া উপজেলার টিএন্ডটি’র ল্যান্ড ফোন ও ইন্টারনেট পরিসেবা এবং স্থানীয় ওয়াইফাই সংযোগের উচ্চমূল্য নেওয়ার বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে ইউএনও মেহরুবা ইসলাম বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনেরও নজরে এসেছে। শ্রীঘ্রই এ বিষয়ে একটি কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।