[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

লক্ষ্মীছড়িতে দুই প্রতারক সদস্য আটক

৬০

॥ মোঃ ইসমাইল হোসেন ॥

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ভূয়া এনজিও প্রতিষ্ঠানে চাকুরী দেয়ার প্রলভোনকারী প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ নভেম্বর) ১১টার দিকে ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদ থেকে মোঃ আব্দুর রহমান (৪২) ও মোঃ ফারুক হোসেন (৫০) নামের প্রতারক চক্রের দু’সদস্যকে পুলিশ আটক করে। তাদের একজন প্রশিক্ষক এবং আরেকজন পিয়ন বলে পরিচয় দিতেন।

জানা গেছে, লক্ষ্মীছড়িতে হাঁস-মুরগী পালনের উপর প্রশিক্ষণের জন্য সুপারভাইজার ও মাঠকর্মী নিয়োগ দিচ্ছে ‘জনস্বাস্থ উন্নয়ন সংস্থা’ নামের একটি এনজিও প্রতিষ্ঠান।

এমন গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে ১নং লক্ষ্মীছড়ি ইউপিতে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইশতিয়াক ইমন। পরে উপজেলা সাজসেবা কর্মকর্তার সহযোগিতায় যাচাই-বাছাই করে দেখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কিংবা দেশের কোথাও এই নামে কোনো অনুমোদিত এনজিও সংস্থা নেই। এক পর্যায় প্রতারক চক্রের দু’সদস্য স্বীকার করে বলেন, তারা এনজিও’র ভূয়া নাম ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন এবং তারা অন্যায় করেছে বলেও ভুল স্বীকার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনহাজ মাহমুদ ভূইয়া জানান, প্রতারক চক্রের দুসদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ১নং লক্ষ্মীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবীল কুমার চাকমা বাদী হয়ে মামলা রুজু করেন।