লক্ষ্মীছড়িতে দুই প্রতারক সদস্য আটক
॥ মোঃ ইসমাইল হোসেন ॥
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ভূয়া এনজিও প্রতিষ্ঠানে চাকুরী দেয়ার প্রলভোনকারী প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ নভেম্বর) ১১টার দিকে ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদ থেকে মোঃ আব্দুর রহমান (৪২) ও মোঃ ফারুক হোসেন (৫০) নামের প্রতারক চক্রের দু’সদস্যকে পুলিশ আটক করে। তাদের একজন প্রশিক্ষক এবং আরেকজন পিয়ন বলে পরিচয় দিতেন।
জানা গেছে, লক্ষ্মীছড়িতে হাঁস-মুরগী পালনের উপর প্রশিক্ষণের জন্য সুপারভাইজার ও মাঠকর্মী নিয়োগ দিচ্ছে ‘জনস্বাস্থ উন্নয়ন সংস্থা’ নামের একটি এনজিও প্রতিষ্ঠান।
এমন গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে ১নং লক্ষ্মীছড়ি ইউপিতে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইশতিয়াক ইমন। পরে উপজেলা সাজসেবা কর্মকর্তার সহযোগিতায় যাচাই-বাছাই করে দেখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কিংবা দেশের কোথাও এই নামে কোনো অনুমোদিত এনজিও সংস্থা নেই। এক পর্যায় প্রতারক চক্রের দু’সদস্য স্বীকার করে বলেন, তারা এনজিও’র ভূয়া নাম ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন এবং তারা অন্যায় করেছে বলেও ভুল স্বীকার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনহাজ মাহমুদ ভূইয়া জানান, প্রতারক চক্রের দুসদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ১নং লক্ষ্মীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবীল কুমার চাকমা বাদী হয়ে মামলা রুজু করেন।