পাহাড়ের ছেলে-মেয়েরা খেলাধুলায় অনেক এগিয়েছে: দীপংকর তালুকদার
॥ নিজস্ব প্রতিবেদক ॥
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, পাহাড়ের ছেলে-মেয়েরা খেলাধুলায় অনেক এগিয়েছে। তারাই সারাবিশে^ বাংলাদেশের নাম তুলে ধরতে সক্ষম হয়েছে। সম্প্রতি,পাহাড়ের পাঁচ নারী ফুটবলার সাফজয়ী করে বীরত্বের সাথে বাংলাদেশের সুনাম অর্জন করেছেন।
মঙ্গলবার (০৮ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে জেলার ৮০জন ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের মাঝে করোনাকালীণ বিশেষ আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন স্থাপন করেছেন যেন সকল স্তরের খেলোয়াড় ও সংগঠদের সার্বিক ভাবে আর্থিক সহয়তা করা যায়। তারই অংশ হিসেবে বিভিন্ন ইভেন্টের খেলোয়াড় ও সংগঠকদের করোনাকালীন অনুদান দিয়ে সহয়তা দিয়ে আসছেন।
এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম প্রমুখ।
অনুষ্ঠানে জেলার ৮০জন ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের ৫হাজার টাকা করে মোট ৪লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।#