খাগড়াছড়িতে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়িতে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে হয়ে দীপেন ত্রিপুরা (১৭) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, খাগড়াছড়ি সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র দীপেন ত্রিপুরা বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনার সমর্থক ছিলেন।
নিহত দীপেন ত্রিপুরা পেরাছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য সুকমল ত্রিপুরা ও সুজিতা ত্রিপুরার সন্তান।
নিহতের পিতা জানান, দীপেন সকালে তেতুঁল গাছে আর্জেন্টিনার পতাকা উঠাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে যায়। তাৎক্ষনিক হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান। তিনি জানান, ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।