কবি ও কলামিষ্ট সিরাজুল হকের মায়ের মৃত্যু
॥ নিজস্ব প্রতিবেদক ॥
কবি, কলামিষ্ট ও সাংস্কৃতিক কর্মী মোঃ সিরাজুল হক (সিরাজ) এর মাতা নুর জাহান বেগম মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগার পর মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে তিনি নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। মৃত্যুকালে তিনি ৮ সন্তান, নাতি-নাতনী ও গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যৃতে শোক জানিয়েছেন, সাপ্তাহিক পাহাড়ের সময় সম্পাদক-প্রকাশক ও পার্বত্য সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিলটন বড়ুয়া ও সাপ্তাহিক পাহাড়ের সময় ও পার্বত্য সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকবৃন্দ। এছাড়াও শোক জানিয়েছে সাংস্কৃতিক সংগঠন এসো গান শিখি সংগীত বিদ্যাপীঠ।