[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

মহালছড়িতে টানা ৭২ ঘন্টা স্বধম্মপট্ঠান সূত্রপাঠ সমাপনী ও কঠিন চিবর দানোৎসব অনুষ্ঠিত

১২৯

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা মহামুনি বৌদ্ধ বিহারে বিশ্ব শান্তি কামনায় টানা ৭২ ঘন্টা স্বধম্মপট্ঠান সূত্র পাঠ সমাপনী ও কঠিন চিবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ নভেম্বর) সিঙিনালা মহামুনি বৌদ্ধ বিহারে জেলার বিভিন্ন স্বনামধন্য বৌদ্ধ বিহার থেকে আগত শতাধিক ভিক্ষুর উপস্থিতিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, মহামুনি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ সুমনা মহাথের। এসময় পূণ্য সঞ্চয়ের জন্য বিভিন্ন বয়সের হাজারো দায়ক-দায়িকা অংশগ্রহন করেন। অনুষ্ঠানের প্রথম পর্ব সকাল সাড়ে ৯ টায় পঞ্চশীল ও অষ্টশীল গ্রহন, বুদ্ধমূর্তি দান, সংঘদান, আকাশবাত্তি দান ও চিবর দান করা হয়। দ্বিতীয় পর্ব বিকাল ২টায় আগত ভিক্ষুসংঘ কর্তৃক ধর্মীয় দেশনা শ্রবন ও সকল জীবের হিতার্থে সমবেত প্রার্থনা করা হয়।

সন্ধ্যায় চুলামনি ধাতু চৈত্যর উদ্দেশ্যে ফানুস উত্তোলন করা হবে।

উল্লেখ্য, বৌদ্ধ ধর্মীয় মতে, পটঠান পাঠ করলে সকল প্রকার ভয় অন্তরায় উপদ্রব ও বিপদ হতে রক্ষা পাওয়া যায়। যশ খ্যাতির অধিকারী হয়। দেব ও মনুষ্যের প্রিয়তা লাভ করা যায়। অশান্ত মন শান্ত হয়।