[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

মহালছড়িতে টানা ৭২ ঘন্টা স্বধম্মপট্ঠান সূত্রপাঠ সমাপনী ও কঠিন চিবর দানোৎসব অনুষ্ঠিত

১৩১

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা মহামুনি বৌদ্ধ বিহারে বিশ্ব শান্তি কামনায় টানা ৭২ ঘন্টা স্বধম্মপট্ঠান সূত্র পাঠ সমাপনী ও কঠিন চিবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ নভেম্বর) সিঙিনালা মহামুনি বৌদ্ধ বিহারে জেলার বিভিন্ন স্বনামধন্য বৌদ্ধ বিহার থেকে আগত শতাধিক ভিক্ষুর উপস্থিতিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, মহামুনি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ সুমনা মহাথের। এসময় পূণ্য সঞ্চয়ের জন্য বিভিন্ন বয়সের হাজারো দায়ক-দায়িকা অংশগ্রহন করেন। অনুষ্ঠানের প্রথম পর্ব সকাল সাড়ে ৯ টায় পঞ্চশীল ও অষ্টশীল গ্রহন, বুদ্ধমূর্তি দান, সংঘদান, আকাশবাত্তি দান ও চিবর দান করা হয়। দ্বিতীয় পর্ব বিকাল ২টায় আগত ভিক্ষুসংঘ কর্তৃক ধর্মীয় দেশনা শ্রবন ও সকল জীবের হিতার্থে সমবেত প্রার্থনা করা হয়।

সন্ধ্যায় চুলামনি ধাতু চৈত্যর উদ্দেশ্যে ফানুস উত্তোলন করা হবে।

উল্লেখ্য, বৌদ্ধ ধর্মীয় মতে, পটঠান পাঠ করলে সকল প্রকার ভয় অন্তরায় উপদ্রব ও বিপদ হতে রক্ষা পাওয়া যায়। যশ খ্যাতির অধিকারী হয়। দেব ও মনুষ্যের প্রিয়তা লাভ করা যায়। অশান্ত মন শান্ত হয়।