[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিতখাগড়াছড়ির রামগড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল৭২এর মুজিববাদী সংবিধানে সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি: নাহিদ ইসলামকাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানানৌবাহিনী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনাচুক্তি বাস্তবায়ন নিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদরাঙ্গামাটি শ্রী শ্রী লোকনাথ যোগাশ্রমের (মন্দির) ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগরাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ ভাইবোনছড়ায় বৃদ্ধ মজিবুর এর জায়গা দখলের অভিযোগকাপ্তাই বাংলা কলোনি মসজিদের মুয়াজ্জিনের ইন্তেকাল
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় নির্মিত ৪২টি সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে

৫২

॥ মোঃ ইসমাইল হোসেন ॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পার্বত্য চুক্তির মধ্য দিয়ে উন্নয়ন অগ্রযাত্রার পথে সামিল করা হয়েছিল পার্বত্য চট্টগ্রামকে। তাছাড়া পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের কথা আওয়ামীলীগ সরকারের আগে আর কেউ চিন্তা করেনি।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে শত সেতুর ভাচুয়ালী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় ১৮৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪২টি পাকা সেতুর উদ্বোধন করেন। এ সময় তিনি আরো বলেন, শান্তি ও উন্নয়নের পাশপাশি পার্বত্যঞ্চলের জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

এ সময় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় । শত সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের গণভবন থেকে সভাপতিত্ব করেন সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের। সেতুর উদ্বোধনের আয়োজন করেন সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের পার্বত্য অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যেত না, সেখানে আমরা শক্তিশালী নেটওয়ার্ক ব্যবস্থা করেছি। যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে জানিয়ে বর্তমান সরকারের সময় অসহায় মানুষকে বাড়ি-ঘর নির্মাণ করে দেওয়াসহ উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন তিনি।

“শত সেতু শুভ উদ্বোধন, সম্ভাবনার উন্মোচন” স্লোগানে একযোগে ভিডিও কনফারেন্সর মাধ্যমে সারাদেশের ১শ ব্রীজ উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলাবাসীকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪২টি সেতুর শুভ উদ্বোধন করেন। বলেন, এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

খাগড়াছড়িতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদরে চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার মোঃ নাইমুল হক, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মোঃ জাহিদ হাসান, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগী প্রকৌশলী সবুজ চাকমাসহ সামরিক-বেসামরিক,রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা এতে অংশ নেন।