মানিকছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তারা
খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের আন্দোলনে নেতাকর্মীদের রাজপথে থাকার আহবান
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোশারফ হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন, উপজেলা পিএনপি’র আহবায়ক এনামুল হক এনাম। এতে বক্তব্য রাখেন, যুগ্ন-আহবায়ক মোঃ আবুল কাশেম ভূঁইয়া, মোঃ নুরুজ্জামান (মাস্টার), উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ শাহিনুর রহমান। এ সময়, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি আবর আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুল হক বাহার, যুগ্ন-আহবায়ক এনাম মেম্বার, আব্দুল আউয়াল, মাঃ ওয়ালী উল্ল্যাহ হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে। তাছাড়া আ.লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকে অত্যাচার, নিপিড়ন-নির্যাতন ও মামলা-হামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের কোন ঠাসা করে রেখেছে। যার ফলে সরকার পতনের আন্দোলনে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আজ রাজপথে নামতে বাধ্য হয়েছে। বেগম খালিদা জিয়াকে মুক্তি দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন কমিশন (ইসি) গঠন করে নির্বাচন আয়োজনের দাবী জানান বক্তারা। সেই সাথে খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের আন্দোলনে নেতাকর্মীদের রাজপথে থাকারও আহবান জানান তারা।