[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিতখাগড়াছড়ির রামগড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল৭২এর মুজিববাদী সংবিধানে সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি: নাহিদ ইসলামকাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানানৌবাহিনী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনাচুক্তি বাস্তবায়ন নিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদরাঙ্গামাটি শ্রী শ্রী লোকনাথ যোগাশ্রমের (মন্দির) ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগরাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ ভাইবোনছড়ায় বৃদ্ধ মজিবুর এর জায়গা দখলের অভিযোগকাপ্তাই বাংলা কলোনি মসজিদের মুয়াজ্জিনের ইন্তেকাল
[/vc_column_text][/vc_column][/vc_row]

অবশেষে ৩৬ ঘন্টা পর কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার

১৫৬

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥

গত শুক্রবার রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে বালুভর্তি বোট ও স্পিডবোট এর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত দুজনের মরদেহ অবশেষে উদ্ধার করা হল। শনিবার দিবাগত ২টায় স্থানীয় জেলেদের জালে শিক্ষককের মরদেহ উদ্ধারের পর ভোর ৬টায় অপর জনের লাশ ভেসে উঠে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র এঘটনা নিশ্চিত করেছে।

সূত্র গুলো জানায়, গত শুক্রবার ভাড়ায় চালিত চালকসহ ৯জন স্পিডবোট যোগে বাঘাইছড়ির শিজকমূখ থেকে রাঙ্গামাটি আসছিলেন। স্পিডবোটটি দুপুর ২টার দিকে লংগদু উপজেলার কাপ্তাই হ্রদের কাট্টলিবিল এলাকায় পৌছলে রাঙ্গামাটি থেকে ছেড়ে যাওয়া বালুভর্তি বোট এর সাথে সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি উল্টে গিয়ে সব যাত্রী হ্রদে পড়ে যায়। পরে চালকসহ ৭জনকে উদ্ধার করলেও দুই জন হ্রদে ডুবে যায়। এদের মধ্যে শিক্ষক রিটন চাকমা ও শিক্ষার্থী এলোমিনা চাকমা। পরে ফায়ার সার্ভিসের ডুবরি দল অনেক খোঁজাখুঁজি পরও তাদের উদ্ধার করতে পারেননি। পরে শনিবার দিবাগত রাত ২টায় জেলেদের জালে শিক্ষকের মরদেহ ধরা পরে এবং ভোর ৬টার দিকে এলোমিনা চাকমার লাশ ভেসে উঠে।

পরে লংগদু থানার এস.আই মশিউর রহমান ও এস আই শাহাবুর আলম শিহাবের নেতৃত্বে পুলিশের একটি টিম শনিবার দিবাগত রাত ২.০০ টার সময় জালের সাথে আটকে উঠে আসে নিখোঁজ দুজনের মধ্যে একজন শিক্ষক। যার ঠিকানা রিটন চাকমা (২০), পিতা মুক্ত লাল চাকমা, গ্রাম ক্যাংড়াছড়ি, বাঘাইছড়ি, এবং সকাল ৬টায় এলোমিনা চাকমা (২০), পিতা সুরুত চাকমা, গ্রাম হাজাছড়া সুবলং বরকল, তাদের পৃথকভাবে উদ্ধার করে লংগদু থানায় নিয়ে আসেন বলে জানান এসআই মশিউর।

এবিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল বলেন, পুলিশ ফায়ারসার্ভিসের সাথে উদ্ধার অভিযানে প্রথম দিন থেকে ঘটনা স্থানে ছিলো। নিখোঁজ দুজনের লাশ উদ্ধার হয়েছে।

উল্লেখ্য গত শুক্রবার (৪ নভেম্বর) দুপুর ২.২০টার বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা স্পিডবোট ও রাঙ্গামাটি থেকে ছেড়ে আসা বালুভর্তি বোটের সাথে সংঘর্ষ হলে এদুর্ঘটনা ঘটে। এসময় চালকসহ ৯ যাত্রী হ্রদে পড়ে গেলে তাদের মধ্যে শিক্ষক রিটন ও শিক্ষার্থী এলোমিনা চাকমা হ্রদে ডুবে যায়।