বরকলে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন”এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় রাঙামাটির বরকলে উপজেলা সময়বায় অধিদপ্তরের উদ্যোগে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকালে উপজেলা সময়বায় কার্যলয়ে এ সভা আয়োজন করা হয়। সভার শুরুতেই উপজেলা পরিষদ চত্বরে রেলী বের করা।
উপজেলা সমবায় কর্মকর্তা জ্যাকলিন চাকমা এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা,বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান(সংরক্ষিত) সুচরিতা চাকমা, বরকল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী আরিফ উদ্দিন ও আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা।
বক্তব্য উপজেলা সমবায় কর্মকর্তা জ্যাকলিন চাকমা বলেন,বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” এ স্লোগানে ৫১তম জাতীয় সমবায় দিবসে একটি সময়োপযোগী আহ্বান।
তিনি বলেন,বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সমাজিক নিরাপত্তা বলয় সৃষ্টিতে সমবায়ের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। ঐতিহ্যেগতভাবে বাংলাদেশের মানুষ সমবায় মনোভাবাপন্ন। সুপ্রাচীনকাল থেকে এ দেশের মানুষ নানা দুর্যোগ -দুর্বিপাক বা সংকট সম্মিলিতভাবে মোকাবেলা করে আসছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রকৃষ্ট উদাহরণ একাত্তরের মহান মুক্তিযুদ্ধ। সমবায়ও তেমনি একটি সমবেত প্রচেষ্টায় অর্থনেতিক আন্দোলন,যার লক্ষ্য হচ্ছে একতা কার্যক্রমের অমিত সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে সমাজে দৃঢ় আর্থিক নিরাপত্তা বলয় তৈরী করা যায়।
তিনি আরও বলেন যে, সমবায় হচ্ছে একতা, সমঝোতা ও সততার ভিত্তিতে গড়ে উঠা একটি আর্থ-সামাজিক প্রতিষ্ঠান।যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদের অর্থনৈতিক পথ খুঁজে পাওয়ার পাশাপাশি সামাজিক নিরাপত্তা বিধান সাধনে সক্ষম হয়। তাই এ ভাবধারা বজায় রেখে বরকল উপজেলায় সমবায় সমিতির নেতৃবৃন্দকে ভবিষ্যতে আর্থ-সামাজিক উন্নয়ন ও পরিবর্তন করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান সমবায় কর্মকর্তা জ্যাকলিন চাকমা।
এসময় উপজেলা সমবায় দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, গোয়েন্দা প্রতিনিধি,সমবায় সমিতির নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।