রাঙ্গামাটিতে স্প্রীড বোট দুর্ঘটনায় দুইজন নিখোঁজ
॥ নিজস্ব প্রতিবেদক॥
রাঙ্গামাটির লংগদু উপজেলায় বালু ভর্তি বোট ও স্প্রীড বোটের মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত এবং দুইজন নিখোঁজের খবর পাওয়া গেছে।
শুক্রবার (০৪ নভেম্বর) বিকেল পৌনে তিনটার দিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি দূরছড়ি থেকে ছেড়ে আসা স্প্রীট বোট এবং রাঙ্গামাটি থেকে ছেড়ে আসা বালু ভর্তি বোটের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে আরো জানা গেছে , লংগদুর কাট্টলীর গাছ টিলা এলাকায় দূর্ঘটনায় স্পীড বোটে ড্রাইভার সহ মোট নয় জন যাত্রী ছিলো। এর মধ্যে সাতজন আহত হয়েছে। বাকি দুইজন কাপ্তাই হ্রদে নিখোঁজ রয়েছে। এরা হচ্ছেন এবং লিটন চাকমা (২০), এলোমিনা চাকমা (২০)। দুজনই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বোট চালক নজরুল ইসলাম বলেন, আমি বোটে নামাজ পড়ে ছাদে উঠতেই দেখি স্প্রীট বোট টি আমার বোটের কাছাকাছি,চোখের পলক পড়তেই এসে মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়।
স্প্রীট বোট চালক রিমেল চাকমা বলেন, হঠাৎ আমার চোখে কিছু পড়েছে বলে মনে হয়। তখন আমি এক হাতে চোখ পরিষ্কার করতে থাকি তখনই মুখোমুখি হয়ে সংঘর্ষ হয়ে যায়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাঙ্গামাটি থেকে ডুবরি দল আসছেন এবং নিখোঁজ দুইজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।#