মানিকছড়িতে তরুণ প্রজন্ম ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন চেংগুছড়া, রানার্স আপ চিলছড়ি
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
মানিকছড়ি উপজেলার গোরখানা স্পোটিং ক্লাবের পরিচালনায় ও উপজেলা সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের আয়োজনে তরুন প্রজন্ম ফুটবল টুর্নামেন্েেটর ফাইনালে ট্রাইবেকারে ৪-৩ গোলে চিলছড়ি একতা ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেঙ্গুছড়া একাদশ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকালে উপজেলার গোরখানাস্থ শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসা মাঠে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলার চেঙ্গুছড়া একাদশ বনাম চিলছড়ি একাদশ। খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ফলে ৪-৩ গোলে চেঙ্গুছড়া একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন খাগড়াছড়ি শাখার সভাপতি এডভোকেট মোঃ জসিম উদ্দীন মজুমদার’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এ সময় জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দীন, ওসি মোঃ শাহনূর আলম, যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রমজান আলীসহ আরো অনেকে উপস্থিত চিলেন।
উক্ত টুর্নামেন্টের সেরা খেলোয়াড় চিলছড়ি একতা ক্লাবের চিংমং, ম্যান অব দ্যা ফাইনাল চেংগুছড়া একাদশের মো. কামরুজ্জান ও উদীয়মান খেলোয়াড় গোরখানা স্পোর্টিং ক্লাবের মোঃ আনোয়ার হোসেন চেংগুছড়া একাদশের অংসামং মারমা সেরা গোলরক্ষকে ব্যক্তিগত ক্রেস্ট প্রদান করা হয়। সেই সাথে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে প্রাইজমানি ও ট্রপি তুলে দেন অতিথিরা।