মানিকছড়িতে জাতীয় সংবিধান দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
মানিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জাতীয় সংবিধান দিবস-২০২২’ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্তরে র্যালিত্তর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারী কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা র্যালিত্তর আলোচনা সভায় অংশ নেন।
পরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সূচয়ন চৌধুরী’র সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসিনুর রহমান, মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. অভিক দে অভি, টেঁকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প ব্যবস্থাপক মোঃ ফরিদুল আলম, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, ইংলিশ স্কুলের অধ্যক্ষ মোঃ গোলাম রসুল প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। স্বাধীনতার ৫০ বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে সংবিধান দিবস। এ বছর থেকে প্রতি বছর ৪ নভেম্বর ‘জাতীয় সংবিধান দিবস’ হিসেবে পালিত হবে।