লামায় ইয়াবা বেচাবিক্রির সময় তিনজন আটক
॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
লামায় ইয়াবা বেচাবিক্রির সময় তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে লামা থানা পুলিশ। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে লামা পৌরসভার ৬নং ওয়ার্ড সাবেক বিলছড়িস্থ মোঃ রহিমের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, সাবেক বিলছড়ি গ্রামের মৃত সাহেব আলী ও রহিমা বেগমের ছেলে মোঃ রহিম (৩২), একই গ্রামের মোঃ আলী আজ্জন ও মাছুমা বেগমের ছেলে মোঃ মাসুম বিল্লাল এবং আব্দুল ওয়াহাব ও লুৎফুন্নেছার ছেলে মোঃ সুজন (১৯)।
লামা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আটক ইয়াবা ব্যবসায়ী মোঃ রহিম এর সাবেক বিলছড়িস্থ বসতঘরের শয়নকক্ষের খাটের উপর নিজেদের মধ্যে ইয়াবা লেনদেন করার সময় তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
ইয়াবা সহ তিন জনকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ৫০ পিস ইয়াবা সহ আটক তিন মাদক ব্যবসায়ী পুলিশের হেফাজতে আছে। উক্ত বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।