মানিকছড়িতে শোকাবহ জেল হত্যা দিবস পালিত
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে শোকাবহ জেল হত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতিয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ে মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ বাহার মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুবলীগের সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুল ইসলাম, শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহ আলম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সমশের আলী, ছাত্রলীগের সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ আবু জাফর, সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেনসহ উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।