বান্দরবানে হত্যা দায়ের যুবকের যাবজ্জীবন কারাদন্ড
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানে মাংরক ম্রো হত্যা মামলার দায়ে মংছা চিং মারমা (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একই মামলায় দশ বছরের সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকার জরিমানাসহ অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ছাড়াও বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ বিচারক মো, ফজলে এলাহী ভূইয়া এই রায় ঘোষণা দেন।
দন্ডপ্রাপ্ত মংছা চিং মারমা (২৮), সে লামা ফাঁসিয়াখালী ইউনিয়নের ত্রিশডেবা এলাকার অংক্য থোয়াই মারমার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৬ জুলাই লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ত্রিশডেবা এলাকায় বর্গাচাষি ডোমং মারমা ও কহ্লোঅং মারমার নিকট হতে বর্গাচাষের টাকার জন্য যায় নিহত মাংরক ম্রো। টাকা নিয়ে ফেরার পথে নিহত ব্যাক্তিকে দাঁ দিয়ে পিছন থেকে কোপ দিয়ে মাথা বিহীন করে ফেলেন মংছা চিং মারমা। পরে নিহত কাছে থাকা বর্গা চাষের ১৮ হাজার ৫০০ টাকা নিয়ে লাশটি মুরুংঝিরির আগা এলাকার ঝিড়ির পাশে লুকিয়ে রাখেন। এই ঘটনায় স্থানীয় লোকজন সন্দেহ হলে মংছা চিং মারমাকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ্দ করে। জিজ্ঞাসাবাদে মংছা চিং মারমার (২৮) স্বীকার উক্তি অনুযায়ী লামা ফাঁসিয়া খালী ইউনিয়নের মুরুংঝিরির আগা এলাকার ঝিড়ির পাশ হতে মাংরক ম্রো”র মাথা বিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
জেলা দায়রা জজ আদালতে মামলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট ইকবাল করিম জানান, হত্যার মামলার দায়ের প্রেক্ষিতে স্বাক্ষীদের স্বাক্ষ্য ও মামলায় দোষী প্রমাণিত হওয়াই যাবজ্জীবন কারাদণ্ড রায় দিয়েছে আদালত।