[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে: উপদেষ্টা আলী ইমামমানুষের জীবন-কর্ম জ্ঞান, মৃত্যু, পুনঃর্জন্ম সবকিছুই ন্যাচারাল: পার্বত্য উপদেষ্টাগৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত প্রধান ঘটনাই হলো ‘বুদ্ধপূর্ণিমা’বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুর্বৃত্তের আগুনে এক পরিবার খোলা আকাশের নীচেবান্দরবানের লামায় বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারী যুবকের মৃত্যুখাগড়াছড়ির দীঘিনালায় গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রাবান্দরবানের রুমায় অগ্নিকান্ডে এক জুমিয়া পরিবারের ঘর ভষ্মিভুতরাঙ্গামাটির লংগদুতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন
[/vc_column_text][/vc_column][/vc_row]

রামগড় পাতাছড়া ইউনিয়নে সোলার বিতরণ অনুষ্ঠানে নিখিল কুমার চাকমা

পার্বত্য তিন জেলার মানুষের জীবন মানোন্নয়নে কাজ করে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড

৪৮

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষনা মতে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সবসময় তিন পার্বত্য জেলার মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। পাহাড়ের প্রতিটি পরিবার আলোর মুখ দেখবে, কেউ অন্ধকারে থাকবে না- এই প্রত্যাশায় কাজ করছে বর্তমান সরকার।

রামগড় উপজেলার দূর্গম পাতাছড়া ইউনিয়নে গত বুধবার (২নভেম্বর) সকালে “সোলার হোম সিস্টেম বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিতরণকালে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-বাস্তবায়ন (উপ-সচিব) ও প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন-অর-রশীদ, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত, পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, রামগড় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন ও সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলমসহ প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ।

বিতরণ শেষে বোর্ডের অধীনে রামগড় উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা সাবরুমসহ রামগড় এলাকার বিভিন্ন চলমান ও নতুন প্রকল্প পরিদর্শন করেন পাচউবো’র চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

উল্লেখ্য, “পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায়” শীর্ষক প্রকল্পের আওতায় উপকারভোগীদের এ সোলার বিতরণ করেন। পাশাপাশি সোলার হোম সিস্টেম ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ বাবদ প্রতিজনকে ৬৫০ টাকা নগদ প্রদান করা হয়।