মানিকছড়িতে শিক্ষার্থীদের মাঝে এককালীন অনুদানের ৪ লাখ ৬০ হাজার টাকা বিতরণ
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমমনা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ণরত মেধাবী, গরীব, অসহায়, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক অনুদান হিসেবে খাগড়াছড়ির মানিকছড়িতে ১১৬জন শিক্ষার্থীর মাঝে ৪ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
বুধবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুদানের টাকা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী ও সমাজসেবা কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন। এ সময় মাঠ কর্মকর্তা মোঃ আবদুল মান্নান পাটোয়ারী ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান উপস্থিত ছিলেন। মানিকছড়ি গিরি মৈত্রী সরকারী ডিগ্রী কলেজের ১০৮ জন ও আইডিয়াল কলেজের ৮ জন শিক্ষার্থীর মাঝে জনপ্রতি ৩ হাজার ৫শ টাকা হারে মোট ৪ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।