[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গায় এতিম ও দু:স্থ শিশুদের মাঝে পুনাকের খাবার ও ফল বিতরণ

৩৯

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা আল-ক্বারিম মহিলা হাফেজিয়া মাদ্রাসায় এতিম ও দু:স্থ শিশুদের মাঝে খাবার ও ফল বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক)। বুধবার (২ নভেম্বর) দুপুরের দিকে নিজের হাতে রান্না করা খাবার ও ফলমুল প্রদান করেন পুনাক পুনাকের সভাপতি রেহানা ফেরদৌসী।

এতিম ও দু:স্থ শিশুদের মাঝে খাবার ও ফলমুল বিতরণ উপলক্ষ্যে এসপি পত্নী ও পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি রেহানা ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ নাইমুল হক। অতিরিক্ত পুলিম সুপার জিনিয়া চাকমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মানিকছড়ি সার্কেল) একেএম কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মোঃ মিজানুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ জয়নাল আবেদীন, পুনাক সদস্য নাহিদ আকতার ও মাদ্রাসার সভাপতি হাজী মোঃ আবদুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী ও হেফজখানার পরিচালক মোহাম্মদ কাউছার প্রমুখ বক্তব্য রাখেন।

পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি রেহানা ফেরদৌসি বলেন, আমরা সবসময়ই বিভিন্ন ধরনের খাবার খাই। কিন্তু পিতামাতাহীন এসব শিশুদের মুখে এসব খাবার জোটেনা। তাই তাদের কথা চিন্তা করে নিজের হাতে রান্না করে তাদের সাথে খাবার খেয়েছি। পর্যায়ক্রমে পুনাকের মানবিক কর্মকান্ডের পরিধি বিভিন্ন উপজেলায় বিস্তৃত করা হবে বলেও জানান তিনি।

পুলিশ নারী কল্যাণ সমিতির এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ নাইমুল হক বলেন, এতিমরা কারো সাহায্য নয়, তারা তাদের অধিকারটুকু পেতে চায়। সকলের উচিৎ এতিমদের পাশে দাঁড়ানো।

পরে পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি রেহানা ফেরদৌসি এতিম শিশুদের মাঝে ফল ও বস্ত্র বিতরণ করেন।