[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটিতে সেনা সদস্যদের অভিযানে ভারতীয় সিগারেট জব্দউৎসাহ উদ্দীপনায় রাঙ্গামাটিস্থ বলাকা ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বাঘাইছড়িস্থ বটতলী-উগলছড়ি সড়ক পানিতে তলিয়ে আছেদীঘিনালায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম এর দাফনরাঙ্গামাটিতে হাজারো মানুষের আনন্দ উল্লাসে জশনে জুলুস পালিতরাঙ্গামাটি জেলা বিএনপি সাংগঠনিকভাবে সুশৃঙ্খল, নির্বাচনে বিজয় আমাদের ঘরে দেবেখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানআবার আসছে বিটিভির নতুন কুঁড়িরাঙ্গামাটির লংগদুতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতরামগড়ে পাহাড় কাটায় ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তিকে জরিমানা
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গায় এতিম ও দু:স্থ শিশুদের মাঝে পুনাকের খাবার ও ফল বিতরণ

৪০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা আল-ক্বারিম মহিলা হাফেজিয়া মাদ্রাসায় এতিম ও দু:স্থ শিশুদের মাঝে খাবার ও ফল বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক)। বুধবার (২ নভেম্বর) দুপুরের দিকে নিজের হাতে রান্না করা খাবার ও ফলমুল প্রদান করেন পুনাক পুনাকের সভাপতি রেহানা ফেরদৌসী।

এতিম ও দু:স্থ শিশুদের মাঝে খাবার ও ফলমুল বিতরণ উপলক্ষ্যে এসপি পত্নী ও পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি রেহানা ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ নাইমুল হক। অতিরিক্ত পুলিম সুপার জিনিয়া চাকমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মানিকছড়ি সার্কেল) একেএম কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মোঃ মিজানুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ জয়নাল আবেদীন, পুনাক সদস্য নাহিদ আকতার ও মাদ্রাসার সভাপতি হাজী মোঃ আবদুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী ও হেফজখানার পরিচালক মোহাম্মদ কাউছার প্রমুখ বক্তব্য রাখেন।

পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি রেহানা ফেরদৌসি বলেন, আমরা সবসময়ই বিভিন্ন ধরনের খাবার খাই। কিন্তু পিতামাতাহীন এসব শিশুদের মুখে এসব খাবার জোটেনা। তাই তাদের কথা চিন্তা করে নিজের হাতে রান্না করে তাদের সাথে খাবার খেয়েছি। পর্যায়ক্রমে পুনাকের মানবিক কর্মকান্ডের পরিধি বিভিন্ন উপজেলায় বিস্তৃত করা হবে বলেও জানান তিনি।

পুলিশ নারী কল্যাণ সমিতির এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ নাইমুল হক বলেন, এতিমরা কারো সাহায্য নয়, তারা তাদের অধিকারটুকু পেতে চায়। সকলের উচিৎ এতিমদের পাশে দাঁড়ানো।

পরে পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি রেহানা ফেরদৌসি এতিম শিশুদের মাঝে ফল ও বস্ত্র বিতরণ করেন।