খাগড়াছড়িতে সনাকের কমিউনিটি অ্যাকশন সভা অনুষ্ঠিত
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
টিআইবি’র ও সচেতন নাগরিক কমিটি(সনাক) খাগড়াছড়ি অনুপ্রেরণায় গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপের (এসিজি) এর আয়োজনে কমিউিনিটি অ্যাকশন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১নভেম্বর) সকালে জেলা শহরের শালবন এলাকার মোহাম্মদপুরস্থ শালবন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে স্থানীয় সেবাগ্রহীতাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা গ্রহীতাগণ সেবাগ্রহণে বিভিন্ন সুবিধা ও অসুবিধা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।স্বাস্থ্যসেবা পেতে বিভিন্ন পর্যায়ে হয়রানি বা সময়ক্ষেপন ইত্যাদি সমস্যা স্বাস্থ্যসেবা খাতে বিদ্যমান আছে বলে মনে করেন তারা। তারা দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখা ও তা কার্যকর করার জন্য কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেন।
সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক মোহাম্মদ জহুরুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের প্রকল্প সমন্বয়ক কাজী শফিকুর রহমান, ক্লাস্টার কোঅর্ডিনেটর মোঃ জসীম উদ্দিন, সনাক সদস্য অংসুই মারমা, স্বাস্খ্য বিষয়ক গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপের (এসিজি) সমন্বয়ক পারভিন আক্তারসহ এসিজি-ইয়েস সদস্যবৃন্দ।
সভায় এসিজির লক্ষ্য উদ্দেশ্য এবং কার্যক্রম বিষয়ে আলোচনা করেন টিআইবি এর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রহমান। সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এসিজি পারস্পরিক সহায়তার মাধ্যমে সুশাসন বাস্তবায়নে সহায়ক হিসাবে কাজ করবেন বলে উভয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন। সভায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা এবং সেবাগ্রহীতাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সেবাখাতের সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নতুন প্রকল্প পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস্ ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলি (প্যাকটা) এর আওতায় স্থানীয় জনগোষ্ঠীকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করে সেবা গ্রহণের অভিজ্ঞতার আলোকে তৃণমূল পর্যায়ের সেবাদানকারী নির্বাচিত প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।