জুরাছড়িতে প্রমিলা কাবাডি দলকে সংবর্ধনা
সুদূর বাহরাইন থেকে নিজের বেতনের টাকা দিলো সাবেক ইউএনও
॥ স্মৃতি বিন্দু চাকমা, জুরাছড়ি ॥
জুরাছড়ি উপজেলার সাবেক ইউএনও মাহফুজর রহমানের বর্তমান অবস্থান বাহরাইন। তিনি যে প্রান্তে থাকুক না কেন তার অন্তরে এখনো জুরাছড়ি উপজেলাবাসীর প্রতি যে মমত্ববোধ রয়েছে এটা তাঁর বাস্তব প্রমান। জুরাছড়ি উপজেলার ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের মেয়েরা গত ২৩ অক্টোবর সারা বাংলাদেশে কাবাডি খেলায় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করায় সুদূর বাহরাইন থেকেই নিজের বেতনের টাকা পাঠালেন খেলোয়াড়দের সংবর্ধনা দিতে।
তিনি জুরাছড়ি উপজেলা ইউএনও’র দায়িত্ব থাকাকালীন সময়ে একজন সৎ এবং নিষ্টাবান কর্মকর্তা হিসেবে এক নামে জুরাছড়ি উপজেলাবাসীর কাছে পরিচিত ছিলেন। তাঁর সকল অবদানের ক্ষেত্রে জুরাছড়িবাসীর কাছে চিরঅম্লান হয়ে থাকবে। মাহফুজর রহমানের সময়ে ছাত্রছাত্রীদের ক্রীড়াঙ্গনের পিছনে যে সময় এবং অর্থ ব্যায় করেছেন তার সুফল হিসেবে জুরাছড়ি উপজেলার ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের মেয়েরা গত ২৩ অক্টোবর সারা বাংলাদেশে কাবাডি খেলায় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে উপজেলাবাসীর সুনাম বয়ে এনেছেন।
তাই কাবাডি দলকে সংবর্ধনা দেওয়ার লক্ষে সুদূর বাহরাইন থেকে নিজের বেতনের টাকা পাঠিয়ে উৎসাহ প্রদানের জন্য ক্রিকেট প্রমিলা দলকে দায়িত্ব দিয়ে তারই অংশ হিসেবে মঙ্গলবার ১নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে কাবাডি খেলায় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করাতে খেলোয়াড়দেরকে সংবর্ধনা দেয়া হয়। সাবেক ইউএনও মাহফুজর রহমান জুরাছড়ি উপজেলাবাসীর প্রতি যে মমত্ববোধ রয়েছে তা সুদূর বাহরাইন থেকে প্রমান করলেন। জুরাছড়ি উপজেলাবাসী তাঁর প্রতি কৃতজ্ঞ। এসময় সাবেক ইউএনও বাহরাইন থেকে কাবাডি খেলায় মেয়েদের আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ভিডিও কলের মাধ্যেমেও কথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক রাজেস সানাল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক শান্তি ময় চাকমা, খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ধর্ম চন্দ্র চাকমা, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিরন্তন চাকমা প্রমূখ।
এসময় বক্তারা বলেন, মাহফুজুর রহমান ছিলেন একজন ক্রীড়াপ্রেমী। তিনি প্রতি মুহুর্তে আমাদের মেয়েদের খোঁজখবর রেখে বিভিন্ন দিক নির্শনা প্রদান করেন। খেলোয়াড়দের নিজের ছেলে-মেয়ের মত স্নেহ করেছিলেন বলে আজকে এ অবদান বলে উল্লেখ করেন। পরে কাবাডি খেলায় বিজয়ীদের মাঝে নগদ অর্থ প্রদান করেন।