রাজস্থলীতে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি আলোচনা
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
সারাদেশের ন্যায় রাজস্থলী উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর ) সকাল সাড়ে নয়টায় “প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে যুবদের নিয়ে র্যালির আয়োজন করা হয় । র্যালিটি উপজেলার ভিতর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে এসে আলোচনা সভায় মধ্যে দিয়ে জাতীয় যুব দিবসের কার্যক্রম শুরু করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান, অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা, রুইহলাঅং মারমা, পি আই ও আবু হেলাল গনমাধ্যম কর্মী সহ সংগঠনটির অর্ধশত স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ২ জন যুব মাঝে ৫০ হাজার টাকা করে এক লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।