মানিকছড়িতে ভালনারেবল উইমেন বেনেফিট কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মানিকছড়িতে ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১ নভেম্বর) সকালে সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী’র সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম স্বাগত বক্তব্যের মাধ্যমে উক্ত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেণ।
এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান ডলী চৌধুরানী, সমাজসেবা কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন, বাটনাতলী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, তিনটহরী ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, মানিকছড়ি ইউপি প্যানেল চেয়ারম্যান মো. ইদ্রিস ইসলাম বাচ্চু, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সচিবসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভায় জানানো হয়, ২০২২-২৩ অর্থবছর হতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন ‘দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির’ নাম পরিবর্তনপূর্বক ‘ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কার্যক্রম’ নামকরণ করা হয়েছে। চলতি ভিডব্লিউবি চক্র ২০২১-২০২২ এর মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২২ এ শেষ হবে। ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় পরবর্তি ২০২৩-২০২৪ চক্র ১ জানুয়ারি ২০২৩ থেকে শুরু হবে। ভিডব্লিউবি কার্যক্রমে আওতায়
অনলাইনে (ফধিানি.মড়া.নফ) আবেদন পূর্বক সরকারি নির্দেশনার আলোকে এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটি যথাযথ দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়। সেই সাথে সরকারি নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকা কোনো পরিবার এবং স্বাবলম্বি কোনো পরিবার যাতে ভিডব্লিউবি সুবিধার আওতায় না আসে সেদিকে সঁজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করা হয়েছে।