প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
নির্বাচন কমিশন আইন সংশোধনের দাবিতে কাপ্তাইয়ে
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
ইউনিয়ন পরিষদে প্রতিটি ওয়ার্ডে মেম্বার নির্বাচনে দুইজন প্রতিদ্বন্ধী প্রার্থী থাকলে অন্য প্রার্থীকে হত্যা করে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার সংস্কৃতি চালু হয়ে যাবে। এবং সন্ত্রাসীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়ে জনপ্রতিনিধির মুখোশ পড়ে সন্ত্রাসী কর্মকান্ড চালাবে। নিন্ম সাক্ষরকারীগণ উক্ত আইন সংশোধনের দাবি জানান মাননীয় প্রধানমন্ত্রীর নিকট।
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় প্যাডে প্রায় ৫ শতাধিক ব্যক্তির স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর বরাবরে দেয়া হয়। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের মাধ্যমে এ স্নারকলিপি দেয়া হয়। সেই সাথে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিবকে অনুলিপি প্রদান করা হয়েছে।
কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী এবং কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হকের নেতৃত্বে এই স্বারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্ল্যেখ করা হয়, গত ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের ঘোষিত তফসিল মোতাবেক ২৬ অক্টোবর ২০২১ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১১ নভেম্বর ভোট গ্রহনের তারিখ নির্ধারণ ছিল। তফসিল অনুযায়ী কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের দুবারের বিপুল ভোটে নির্বাচিত ইউপি সদস্য সজিবুর রহমান সজিব ও ইমান আলী মনোনয়ন পত্র সংগ্রহ করেন এবং জমা দেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর থেকেই ইমান আলী তার প্রতিদ্বন্ধী প্রার্থী সজিবুর রহমান সজিবকে মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য নানান ভাবে চাপ প্রয়োগ করতে থাকেন। সর্বশেষ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ অক্টোবর সজিবুর রহমান সজিব মনোনয়ন পত্র প্রত্যাহার না করায় ঐদিন রাতে কাপ্তাই নতুন বাজারে সজিবকে হত্যা হয়। এ হত্যাকান্ডে ঘটনায় ৩২ জনের বিরুদ্বে একটি মামলা করা হয়।
পরবর্তীতে কাপ্তাই উপজেলা নির্বাচন কমিশন ঐ ওয়ার্ডের ভোট গ্রহন স্থগিত করলেও সজিব হত্যা মামলার ২ নং আসামী ইমাম আলী জামিনে বেরিয়ে আসে। পরে নির্বাচন কমিশন তাঁকে বিনা প্রতিদ্বন্ধিতায় ৫ নং ওয়ার্ডের মেম্বার হিসাবে ঘোষণা করেন। যা কাপ্তাই উপজেলাবাসীদের হতবাক করেছে। আমরা এই আইনের বাতিল চাই।
স্মারকলিপি প্রদানকালে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তঞ্চঙ্গ্যা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাগর চক্রবর্তী, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দীন, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতার আলম, সাংগঠনিক সম্পাদক শওকত, মানব বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক সুলতান আহমদ, সহ প্রচার সম্পাদক রঞ্জিত মল্লিক, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ আলী, কাপ্তাই ইউনিয়ন কৃষক লীগের সভাপতি চাথোয়াই মারমা, কাপ্তাই উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এম নুর উদ্দিন সুমন, কাপ্তাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিম উদ্দিন, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি জহিরুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ রাসেল সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদান শেষে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী সাংবাদিকদের জানান, আমরা এই কালো আইন বাতিলের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছি। একটি ওয়ার্ডে ২ জন প্রার্থীর মধ্যে একজন সন্ত্রাসী কর্তৃক নিহত হলে বিনাপ্রতিদ্বন্ধিতায় অপর প্রার্থীকে নির্বচিত করার যেই বিধান নির্বাচন কমিশনে আছে আমরা সেই আইনের বাতিল চাই।
অপরদিকে কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাগর চক্রবর্তী এই আইন বাতিল এবং সংশোধনের দাবি জানান।