[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যু
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়িতে সনাক-ইয়েস-এসিজি সদস্যদের যৌথ সমন্বয় সভায় বক্তারা

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রান্তিক পর্যায়ের জনগণকে অবহিত ও উদ্বুদ্ধ করতে হবে

৫৯

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা এবং স্বাস্থ্য, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা এবং ভূমি সেবাগ্রহীতাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই সেবাখাতের সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নতুন প্রকল্প পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস্ ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলি (প্যাকটা) বাস্তবায়ন করছে।

সনাকের অনুপ্রেরণায় স্বাস্থ্য, শিক্ষা ও ভূমি বিষয়ক গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপের (এসিজি) সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও সেবাখাতে সুশাসন নিশ্চিতে জনসম্পৃক্তকরণের কৌশল নির্ধারণে যৌথ সমন্বয় সভা মঙ্গলবার (১নভেম্বর) খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান। সভায় টিআইবি’র সিভিক এনগেজমেন্ট এর সমন্বয়ক কাজী শফিকুর রহমান, সনাকের সদস্যবৃন্দ, এসিজি’র সদস্যবৃন্দ, ইয়েস সদস্যবৃন্দ, টিআইবি চট্টগ্রাম ক্লাস্টার কোঅর্ডিনেটর মোঃ জসিম উদ্দীন প্রমূখ উপস্থিত ছিলেন।

টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সনাক সদস্য অংসুই মারমা, মথুরা বিকাশ ত্রিপুরা, বেলা রানী দাশ, শরৎ কান্তি চাকমা, সুপ্তা চাকমা। এসিজি সমন্বয়কদের মধ্যে বক্তব্য রাখেন রাখী চাকমা, লিসা চাকমা, পারভিন আক্তার ও মোঃ আবদুর রহিম হৃদয়।

শুভেচ্চা বক্তব্য রাখেন সনাকের সহ সভাপতি মধু মঙ্গল চাকমা। এসময় তিনি বলেন, সনাকের গৃহীত সকল কার্যক্রমের লক্ষ্য দুর্নীতিবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। এই কাজে এসিজি নামক ৪টি সংগঠন যুক্ত হওয়ায় সনাকের কাজে গতিশীলতা আসবে বলে তিনি মন্তব্য করেন।

কাজী শফিকুর রহমান বলেন, খাগড়াছড়ি সনাক পরিবারের সকল সদস্যদের মধ্যে সমন্বয় থাকতে হবে, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হলে প্রান্তিক পর্যায়ের জনগণকে নিয়ে বিভিন্ন সেবাসম্পর্কে তাদের অভিজ্ঞতা, সুপারিশ, পরামর্শ ইত্যাদি তথ্য সংগ্রহ করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত ও উদ্বুদ্ধ করার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হবে।

সভাপতির বক্তব্যে সনাকের সভাপতি বোধিসত্ত্ব দেওয়ান বলেন, সনাকের লক্ষ্য হলো দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করা এবং দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে তথ্য সংগ্রহ তা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্বুদ্ধ করা। তিনি সনাক পরিবারের সাথে এসিজি সদস্যদের সম্পৃক্ত হওয়ার জন্য তাদের ধন্যবাদ জানান।