দীঘিনালায় যুব দিবস উদযাপন
॥ মোঃ সোহেল রানা দীঘিনালাম ॥
প্রশিক্ষিত যুব, উন্নত দেশে বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্য ধারন খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে ্র্যালী, আলোচনা সভা, যুবঋনের চেক ও প্রশিক্ষন সনদ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(০১নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রসাশন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর এলাকা ঘুরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্ব এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ একেএম পেয়ারা আহমেদ প্রমূখ।
এতে স্বাগত বক্তব্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চাকমা বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের থেকে প্রতিষ্ঠানিক বিভাগে ৪ শত ৭৭জন , অপ্রতিষ্ঠানিক বিভাগে ৫ হাজার ৬শত ২০জন ও আত্নকর্মী বিভাগে ১৫শত, ৬৫জন প্রশিক্ষন প্রদান করা হয়। এবং মোট উপকার ভোগীর সংখ্যা ১৩শত৬৮জন। এছাডাও বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষন প্রদান করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম বলনে, প্রশিক্ষন নিয়ে প্রশিক্ষনলন্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে নিজে উদ্যেক্তা হতে হবে। প্রয়োজনে সরকার ঋন দিয়ে সহযোগিতা করবে। চাকরীর পিছনে না ঘুরে সফল উদ্যেক্তা নিজে কর্মসংস্থান তৈরি করতে পারে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম যুব ঋনের চেক ও প্রশিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষন সনদ বিতরন করেন।