[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

আলীকদমে যুব দিবস পালিত

৫০

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

বান্দরবানের আলীকদমে “প্রশিক্ষিত যুব উন্নত দেশ বঙ্গবন্ধর বাংলাদেশ ”এ স্লোগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলার প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষ উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা শেষে যুবকদের মাঝে চেক বিতরন করা হয়

যুব দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম এর সভাপতিত্বে উপজেলা রির্সোচ সেন্টারে ইনসট্রাক্টর আলমগীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জহিরুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা। যুব দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত উপজেলা এসিল্যান্ড আরিফ উল্লাহ নিজামী,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক,উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান,আলীকদম থানার (তদন্ত ওসি)মোজাফ্ফর হোসেন,৩ নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীন, ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাত পুং ম্রোসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় উদ্যোক্তা,গর্ণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জাতীয় যুব দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, দেশকে যদি উন্নত করতে হয় তাহলে আজকের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সকল প্রকার অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে দেশ ও জাতীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যুব সমাজ। আর দক্ষ যুব শক্তি দেশ ও জাতীর মূল্যবান সম্পদ।

তাই সরকার দক্ষ জন শক্তিতে রুপান্তর করতে ও ঘরে ঘরে চাকুরীর ব্যবস্থা করতে আপনাদেরকে ন্যাশনাল সার্ভিস কর্মসুচি আওতায় এনে দক্ষ শিক্ষিত জাতী হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিয়েছে। প্রশিক্ষণ শেষে স্ব-স্ব স্থানে গিয়ে কাজ করে নিজে সাবলম্বি হবেন, দেশ ও জাতীকে উন্নত হওয়ার পথকে বেগবান করবেন। যুবরাই পারে সমাজ থেকে সকল খারাপ কাজকে বিতাড়িত করতে। তাই যুব সমাজকে দেশের জন্য কাজ করতে আহবান জানান বক্তারা। আলোচনা শেষে যুব উদ্যোক্তাদের মাঝে ১ লক্ষ ৯০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।