মানিকছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে মানিকছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) সকালে ‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বরে র্যালিত্তর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সহকারি প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ আবু লায়েজ। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বাবুল, ডলি চৌধুরাণী, অধ্যক্ষ মংচাইঞো মারমাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানী জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, হাত ধোয়াকে জীবনযাপনের অংশ করে নেয়া অর্থাৎ অভ্যস্ত করানোর লক্ষ্যে দিবসটি পালিত হয়ে থাকে। তাছাড়া হাত ধোয়ার সুফল সম্পর্কে মানুষকে জানানো এ দিবস পালনের অন্যতম উদ্দেশ্য। এছাড়াও সুস্থ্য জীবনযাপনের জন্য হাত ধোয়ার গুরুত্ব অপরিসীম বলে মনে করেন বক্তারা।