মাটিরাঙ্গায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রবিবার (৩০ অক্টোবর) দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্টপোষকতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাটিরাঙ্গা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব।
মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহতাছিম বিল্লাহ, একাডেমিক সুপারভাইজার মোঃ শরিফুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা প্রোগ্রামার রাজিব রায় চৌধুরি বিশেষ অতিথী হিসেবে বক্তব্য দেন।
উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় ১ম, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় ২য় এবং মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অর্জন করে।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির পাটোয়ারি, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাশেম, মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথীরা।