আলীকদমে বিজিবির অভিযানে বিদেশি গরু ও মহিষ জব্দ
॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥
বান্দরবানের আলীকদম উপজেলায় দূর্গম পোয়ামুহুরী কুরুকপাতা হয়ে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার হতে অবৈধভাবে চোরাই পথে আসা বিদেশি জাতের গবাদিপশু জব্দ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)
শনিবার (২৯ অক্টোবর) বিজিবি’র ব্যাটালিয়ন সদর হতে ১৪ কিঃমিঃ দুরে তাদের নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি’র চোরাচালান প্রতিরোধের নিয়মিত টহল দল আলীকদমের ৪নং কুরুকপাতা ইউনিয়নের পানি ছড়া নামক এলাকা হতে অভিযান পরিচালনা করে বিদেশি ৪৬ টি গরু ও ১২ টি মহিষ আটক করেন এসময় বিজিবি’র উপস্থিত টের পেয়ে চোরাকারবারি দ্রুত পালিয়ে যায় বলে জানান বিজিবি।
উক্ত অভিযানে ৫৭ বিজিবি’র দুই অফিসারের নেতৃত্বে ৩০ জন বিজিবি সদস্য এবং ৩ জন পুলিশ সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে চোরাই পথে আসা এই গরু ও মহিষ গুলো আটক করতে সক্ষম হন।
জব্দকৃত গবাদিপশুর আনুমানিক মূল্য ৭১,৪০,০০০ টাকা ধারণা করছেন বিজিবি। এব্যাপারে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি।
আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি’র অধিনায়ক লেঃকর্ণেল শহিদুল ইসলাম জানান বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মায়ানমার হতে চোরাকারবারীরা চোরাই পথে আলীকদমে এনে বিভিন্ন ভাবে চকরিয়া,টেকনাফ, রামু, কক্সবাজার সহ বিভিন্ন প্রান্তে প্রচার করছেন এমন সংবাদের ভিত্তিতে ৫৭বিজিবি দায়িত্ববান এলাকায় চোরাচালান প্রতিরোধে আমরা অভিযান পরিচালনা করছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ও আরো জোরদার করা বলেও জানান তিনি