আবারও বাড়ালো বান্দরবানে চার উপজেলায় পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
আবারও বাড়িয়ে দেওয়া হয়েছে পর্যটকদের নিষেধাজ্ঞা। বান্দরবানের পর্যটন এলাকার রুমা, রোয়াংছড়ি, আলীকদম ও থানচিসহ চার উপজেলায় আগামী ৪ নভেম্বর পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছে প্রশাসন।
রবিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সাক্ষরিত মাধ্যমে গণবিজ্ঞপ্তি নোটিশ জারী করে।
উল্লেখ্য, গত ১৭অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলা অনির্দিষ্ট কালের জন্য থানছি ও আলিকদম উপজেলা এবং ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পর্যটক ভ্রমণে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) লুৎফুর রহমান এর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।