পানছড়িতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
॥ মোঃ ইসমাইল,পানছড়ি ॥
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃংখলা সর্বত্র” এ শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে উদযাপন করা হল কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার সময় থানা পুলিশের আয়োজনে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এসে শেষ হয়।
পরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনচারুল করিমের সভাপতিত্বে থানা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, মোঃ কামরুজ্জামান ওসি (তদন্ত), দুর্নিতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, আহির উদ্দিন, ভূমিধর রোয়াজা, মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায়, আইন শৃঙ্খলা বজায় রাখা, বাল্য বিবাহ প্রতিরোধ , মাদকদ্রব্য থেকে যুব সমাজকে রক্ষা করা এবং সাধারণ জনগনকে আইনের সেবা নিশ্চিত করনসহ পুলিশিং সেবা প্রাপ্তি নিয়ে আলোচনা করা হয়।